- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে করোনায় আক্রান্ত ১৯ , আরো একজনের মৃত্যু!
নড়াইলে করোনায় আক্রান্ত ১৯ , আরো একজনের মৃত্যু!
প্রকাশ: ২৩ জুন, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:-নড়াইলে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে, লোহাগড়ায় ১৪ এবং কালিয়া উপজেলায় চারজন আক্রান্ত হয়েছে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৪ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩৬ জন।এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে তৃতীয় দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী পরিসেবা এর আওতায়র বাইরে রাখা হয়েছে। অপরদিকে, করোনা সংক্রামণ প্রতিরোধে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মঙ্গলবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৫ জনকে ৭৫ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us:
20 20