উজ্জ্বল রায়, নড়াইল থেকে:-ধর্ম যার যার রাষ্ট্র সবার,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামুলক আন্তঃধর্মীয় সংলাপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার দুপুরে জেল ধর্মীয় সম্প্রতি ও সচেনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি । আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আন্জুমান আরা, মাদ্রাসার শিক্ষকসহ ধর্মীয় নেতারা ও বিভিন্ন পর্যায়ের সরকারি অফিসের কর্মকর্তাগন। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি তার বক্তব্যে বলেন, প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়,উপজেলায় ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামুলক আন্তঃ ধর্মীয় সংলাপ সেমিনারের মাধ্যমে ধর্মীয় সম্প্রতি গড়ে তোলা হবে। কোন ধর্মের মানুষকে ছোট করে দেখা যাবেনা। এ বিষয়ে তিনি কোরআন শরিফের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা তুলে ধরে সেমিনারে বক্তব্য দেন।