- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২২’ পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা কমান্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সরকারি কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ ও সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর একটি র ্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে নড়াইল বঙ্গবন্ধু পরিষদ বিকেল ৪টায় রুপগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
Please follow and like us:
20 20