আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৪
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি \ নড়াইলের বড়দিয়া গ্রামে গৃহবধূ মোছা: লিপি বেগম (৩২) নামে এক গৃহবধূ, তার স্বামী ও স্বামীর ভাইয়ের ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে বড়দিয়া গ্রামের বাসিন্দা মো: বলা মোল্ল্যার ছেলে লাবু মোল্ল্যা (৩৩), লাহাবুল মোল্ল্যা (২২), রানা মোল্ল্যা (১৮) ও আলমগীর
মোল্লা (২৫) এবং ফায়েক মোল্ল্যার ছেলে তবি মোল্ল্যা (৫০), মনি মোল্লা(৪৫) এবং অজ্ঞাত আরো তিন চারজন দেশীয় অস্ত্র রাম দা,ছ্যান দা,বল্লম ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে মো: রবিউল শেখের বাড়িতে হামলা চালায়।এ সময় তারা বাড়িতে থাকা রবিউল শেখ (৪০), তার স্ত্রী লিপি বেগম (৩৩) এবং
ভাইয়ের ছেলে মাছুম শেখের (২০) উপর প্রতিপক্ষরা হামলা করে কুপিয়ে ও পিটিয়ে তাদেরকে গুরুতর জখম করে।হামলার পর আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।লোহাগড়া উপজেলা কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: দিব্যান্দ্র বলেন, গুরুতর আহত লিপি বেগম, রবিউল শেখ ও মাছুম শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন,ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |