- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ
নড়াইল প্রতিনিধি :- নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। খেলায় মোহাম্মদ আশরাফুল, আবু হায়দার রনিসহ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা শেষে ভিডিও কনফারেন্সে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি শেখ নাজমুল আলম বিপিএম (বার) ও পিপিএম (বার), টুর্নামেন্টের ব্যবস্থাপক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জসিম_উদ্দিন পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অধ্যক্ষ রওশন আলী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল প্রমুখ।
Please follow and like us:
20 20