- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে ব্যাটারিচালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নড়াইলে ব্যাটারিচালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
প্রকাশ: ২ জুলাই, ২০২২ ৬:২১ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধি।নড়াইলের লোহাগড়া উপজেলার সিডি বাজারে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে আরেকটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের চালক মো. মতিয়ার মোল্যা (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০ টার দিকে কালনা-লাহুড়িয়া সড়কের সিডি বাজারের পাশে মফিজ ফকিরের বাড়ির সামনে রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। অটোচালক মতিয়ার রহমান লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ব্যাটারিচালিত ভ্যানটি সিডি বাজারের দিকে আসছিল। চাচই ধানাইড় ফকিরের বাড়ির সামনে এলে বিপরীতমুখী আরেকটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মো. মতিয়ার রহমান গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিয়ার রহমানের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:
20 20