- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে সরাজ কুমার বসুর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা
নড়াইলে সরাজ কুমার বসুর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা
প্রকাশ: ২৯ জুলাই, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:- নড়াইলে সরাজ কুমার বসুর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা। শ্রী শ্রী বাঁধাঘাট দূূর্গা মন্দির প্রাঙ্গনে সাবেক সভাপতি বাবু শ্রী সরাজ কুমার বসুর আশু রোগমুক্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়! সভার বাঁধাঘাট কমিটি সকল কর্মকর্তা ও সন্মনিত সদস্যবৃন্দ ও পাশাপাশি শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীমন্দির কমিটিকেও আমন্ত্রন জানানো হয়! সভাপতিত্ব করেন বাঁধাঘাট কমিটির সন্মানিত সভাপতি বাবু শিশির কুমার বৈরাগী। সভায় রোগমুক্তি প্রার্থনা পরিচালনা করেন বাবু দীপংকর ভট্টাচার্য (ছোট)। সভায় বাঁধাঘাট কমিটির সেক্রেটারি বাবু নিপু সরকার ও সর্বমঙ্গলা কালীমন্দির কমিটির সভাপতি বাবু শ্রী গৌর চন্দ্র গাইন (নিজ) আলোচনায় অংশগ্রহণ করেন!উপস্হিত সর্বমঙ্গলা কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন সেক্রেটারি বাবু স্বপন কুমার ঘোষ।
Please follow and like us:
20 20