আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:২৫
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ডাঃ মায়া রানী বিশ্বাস। বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক গোলক চন্দ্র বিশ্বাস,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুর্চ্ছনা সঙ্গীত নিকেতনের সভাপতি শামীমুল ইসলাম,সুবাস বিশাবাস,মহিতোষ সিংহ,কবি পূত্র বিজন বিশ্বাস প্রমুখ।
কবি বিপিন সরকার ৮টি কাব্যগ্রন্থ,২০টি অষ্টক যাত্রপালা,১৪টি পালা গান,এক হাজারের বেশি কবিতা,এক হাজার হালুই গান,২০০ ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। তার রচিত অষ্টক গান,যাত্রাপালা,কবিতা হালুই গান,ধুয়া-বারাসিয়া গান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌকার মাঝি,কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তিনি বাংলা ১৩৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর সভার বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ইংরেজি ২০১৫ সালের ২৭ নভেম্বর দেহ ত্যাগ করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |