- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনে ডিআইজি মঈনুল হক
নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনে ডিআইজি মঈনুল হক
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। বুধবার (১৮ জানুয়ারি) নড়াইল পুলিশ লাইন্সে পৌঁছালে ডিআইজি মঈনুল হককে ফুলেল শুভেচ্ছা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।
তিনি এ সময় নড়াইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ডিআইজি মঈনুল হক জেলার উর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Please follow and like us:
20 20