আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৮
পটুয়াখালীতে প্রকাশ্যে রামদা (দেশি অস্ত্র) হাতে নিয়ে হরতাল বিরোধী এক মিছিলে অংশগ্রহণ করেছেন যুবলীগের এক নেতা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। রামদা হাতে নিয়ে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে গত ২৯শে অক্টোবর এ মিছিল হয়। ভাইরাল হওয়া ৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মৌডুবি বাজারে সন্ধ্যায় একটি মিছিল হচ্ছে। ওই মিছিলের সামনের সারিতে রামদা উঁচিয়ে হাঁটছেন যুবলীগ নেতা কাওসার। এ বিষয়ে জানতে চাইলে কাওসার ফরাজী বলেন, ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কী করমু আমরা? আমরা দলের জন্য করছি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, একটি ভিডিও ক্লিপ তারা দেখছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল বলেন, এ ধরনের ভিডিও আমি দেখিনি।
খোঁজখবর নিয়ে দেখছি। এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি জানেন না। বিষয়টি গ্রহণযোগ্য নয়। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটলে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |