আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৯
পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। উনার পদত্যাগপত্র ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। এবং আমি আশা করবো যে, এটা খুব দ্রুত, কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে প্রধান বিচারপতির পদত্যাগ এর পর এবার আপিল বিভাগের ৫ বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন বলে সূত্র জানিয়েছে। পদত্যাগের সিদ্ধান্ত নেয়া ৫ বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন। এর আগে প্রধান বিচারপতি পদত্যাগ করে পদত্যাগপত্র আইনমন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |