আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৬
সদ্য গত হওয়া বছরের ২২শে জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বছর না ঘুরতেই এলো বিচ্ছেদের খবর। পরীমনি নিজেই জানালেন, রাজের সঙ্গে আর সংসার করতে চান না। যদিও তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ এখনো হয়নি। তবে শিগগিরই সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে। এদিকে বেশ কিছুদিন ধরেই পরীমনি ও রাজের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। একাধিকবার পরীর ফেসবুক পোস্টে তার ইঙ্গিতই পাওয়া গেছে। সর্বশেষ শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি পাকাপাকিভাবে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন। সেখানে এ নায়িকা লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’ আর এই পোস্টের পর থেকেই নেটদুনিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |