আজ মঙ্গলবার | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২৮শে রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩২
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আরেক অন্যতম আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’ (১৮) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।
রবিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি চৌকস দল।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বেলা ৩:৩০ ঘটিকায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি-সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদ কে গ্রেফতার করা হয়। আর আজ রাত ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নং আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’ কে গ্রেফতার করা হয়। এই নিয়ে আলোচিত ‘ব্লেড বাবু’ হত্যাকান্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করলো ডিবি।
গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:11 PM |
Asr | 3:20 PM |
Magrib | 5:42 PM |
Isha | 7:00 PM |