আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচদিন আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির আরেক প্রার্থী। তিনি হলেন চুয়াডাঙ্গা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন। সোমবার (১ জানুয়ারি) রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
গণমাধ্যমকে তিনি বলেন, গত বুধবার থেকে আমি নির্বাচনী সব প্রচার-প্রচারণা থেকে বিরত আছি। কেননা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের টাকার পাল্লার কাছে নির্বাচন করার মতো আমার অবস্থা নেই। এ ছাড়া দলের চেয়ারম্যান এবং মহাসচিবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ফোন দিলেও তারা ধরেন না। কেন্দ্রে যারা আছেন তারা কেউ সহযোগিতা করছেন না। সারা বাংলাদেশে জাতীয় পার্টির ৩৮৩ জনের মধ্যে সরকারের লোকজনের সঙ্গে কথা বলে ২৬ জনকে উনারা আসন দিয়েছেন। আমাদেরকে সকল দিক থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ২৬ জনের থেকে জিএম কাদেরসহ অনেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে শোনা যাচ্ছে। মাঠে এখনও যারা আছেন তারা কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
৭ তারিখের আগ পর্যন্ত অনেকেই হয়ত ছেড়ে দিতে পারেন। নির্বাচন আমার মতো মানুষের জন্য না। ভদ্র মানুষের নির্বাচন না। নির্বাচন হচ্ছে অর্থ আর পেশীশক্তির খেলা।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনে (সদরের একাংশ-আলমডাঙ্গা) আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ছাড়াও মাঠে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, ফ্রিজ প্রতীকের এম এ রাজ্জাক খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইদ্রিস চৌধুরী ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহীদুর রহমান।
এদিকে প্রার্থিতা প্রত্যাহার এর দিন থেকে প্রেডিয়াম সদস্য , চেয়ারম্যান এর উপদেষ্টা ও জেলার সভাপতি সহ আজ পর্যন্ত ১২ টি সংসদীয় আসন থেকে ১০ জন নেতা নাঙ্গল মার্কা প্রতীক থেকে নিজেকে প্রত্যাহার করে নেন । এবারের দ্বাদশ নির্বাচনে ২৭৪ জন সরাসরি প্রার্থী আর চেয়ারম্যান জি এম কাদের , মহাসচিব চুন্নু সহ মোট ২৬ জন আওয়ামিলিগের সাথে আঁতাত করে প্রার্থী দিয়েছেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |