আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৫
ভোরে ঘুম থেকে উঠে ঘরের বাইরের বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাবার লাশ ঝুলতে দেখে নিহতের মা ও ছেলে মিলে দড়ি কেটে লাশ মাটিতে নামায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুঁটে আসে।
ঘটনাটি পুলিশকে অবগত না করেই লাশ দাফনের চেষ্টা করে নিহতর পরিবারের লোকজন। পরিবার দাবি, সে নিয়মিত মাদক সেবন করত। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ভ্যান-চালকের ছেলে মারুফ হাসান বলেন, রাতে খাবার খেয়ে আমি আর মা ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা বাইরের বারান্দায় ছিল। কখন যে গলায় ফাঁস দিয়েছে তা আমরা কেউ বলতে পারিনা। ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় বাঁশের সঙ্গে বাবার লাশ ঝুলতে দেখে আমরা লাশ নামায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীও আইনগত ব্যবস্থা গ্রহণ করাহবে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |