পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গুরতর আহত তাইরুল ইসলাম ধরন্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী, তাইরুল নির্বাচনের প্রচারনার করে তার সাথে থাকা মোমিন ও জয়নাল বাগজানা বাজারে মটর সাইকেল থেমে রাস্তার ধারে চা নিয়ে খাচ্ছিলেন, মটর সাইকেলে মোমিন বসে ছিলো,এমন সময় হিলি থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলসহ তাদের চাপাঁ দেয়। ঘটনাস্থলে মোমিনের মৃত্যু হয় ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র জানান ট্রাকটি ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা লিখিত অভিযোগ দিলেই ব্যাবস্থা নেওয়া হবে।