- প্রচ্ছদ
-
- অপরাধ
- পাঁচবিবির কয়া সীমান্তে বিজিবি কর্তৃক ৭০০ বোতল ফেন্সিডিল আটক
পাঁচবিবির কয়া সীমান্তে বিজিবি কর্তৃক ৭০০ বোতল ফেন্সিডিল আটক
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট ঃঃ- আজ বৃহস্পতিবার, আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় জয়পুরহাট কয়া সীমান্তে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। (২০ বিজিবি) অধীনস্থ কয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে কয়া মাঠের মধ্যে (পাঁচবিবি, জয়পুরহাট) টহলরত থাকাবস্থায় চোরাকারবারী ভারতীয় ৭০০ বোতল ফেন্সিডিল নিয়ে আসার সময় টহলদল ধাওয়া করলে মাদক পাচারকারীরা উদ্ধারকৃত মাদক ফেলে পালিয়ে যায়। যা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।#
Please follow and like us:
20 20