আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩০
pnbd24:-কুয়েতে আটক বাংলাদেশি এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে সাক্ষী দেয়া বাংলাদেশি শ্রমিকদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে ব্যর্থতার দায়ে দেশটির জনশক্তি বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরব টাইমসের রিপোর্টে বলা হয়, মঙ্গলবার কুয়েত সমাজ কল্যাণ ও অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় দেখভালে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মরিয়ম আল আকিল এক নোটে ৩ মাসের জন্য ওই কর্মকর্তাকে সাসপেন্ড করেছেন।
রিপোর্টে বলা হয়, দেশে ফেরা বাংলাদেশি আবদুল আলিম ঢাকায় নেমে ডেইলি স্টারকে বলেন, তাদেরকে বলা হয়েছিল পুরো ক্ষতিপূরণ দেয়া হবে। কিন্তু যখন বিমানে তুলে দেয়া হয় তখন তাদের হাতে ১৫০ দিনার ধরিয়ে দেয়া হয়। এটা নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়েছে। এ নিয়ে মানবজমিন এও একটি রিপোর্ট প্রকাশিত হয়। আরব টাইমসসহ কুয়েতি অন্যান্য সংবাদ মাধ্যমে ঢাকার রিপোর্টের উদ্বৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে মিডিয়ায় প্রকাশ পেয়েছে শ্রমিকরা কীভাবে কুয়েতে আটক শীর্ষ মানবপাচারকারী কাজী পাপুল, যাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাবলিক প্রসিকিউশন জেলে বন্দি রাখার সিদ্ধান্ত দিয়েছে, তার লোকজনের প্রতারণার শিকার হয়েছিলেন। তবে কুয়েতি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগটি সাংঘাতিক।তারা ঢাকায় নেমেই এই অভিযোগটি করেন, যা গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে কুয়েত সরকার।
রিপোর্ট মতে, ভাগ্যবিড়ম্বিত ৪৩ বছর বয়সী বাংলাদেশি আলিম আরো অভিযোগ করেন- ঢাকার ফকিরাপুল এলাকায় কাজী পাপুলের এজেন্সিকে তিনি সাড়ে ৭ লাখ টাকা দিয়েছিলেন কুয়েতে যাওয়ার জন্য। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ভিসা ছিল তার। ঢাকায় তাকে বলা হয়েছিল চাকরি আট ঘণ্টার শিফ্ট হবে। মাসে দেয়া হবে ১৪০ দিনার। কিন্তু কুয়েতে যাওয়ার পর তাকে প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করতে হয়েছে। বেতন দেয়া হয়েছে মাসে ১০০ কুয়েতি দিনার। কষ্টের বিষয় হচ্ছে তারা ছুটা বা খুচরা কিছু অর্থ কামাই করতেন। কিন্তু তাতেও ভাগ বসাতো পাপুলের এজেন্টরা। কাজের অনুমতি দেয়া বাবত দৈনিক ৮ দিনার করে রয়্যালিটি আদায় করতো শ্রমিক প্রতি। আমান ও মাহবুব নামে পাপুলের দুই এজেন্ট সেই চাঁদাবাজির কালেক্টর ছিল।(17-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |