আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৫
বিডি দিনকাল ডেস্ক:- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ওয়ার ক্রিমিনাল’ বা যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যকে ‘অমার্জনীয়’ বলে মন্তব্য করেছে ক্রেমলিনের মুখপাত্র। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যখন বিশ্বজুড়ে বোমা মেরে মানুষ হত্যা করছে, তখন তাদের এ মন্তব্য অমার্জনীয়। এ খবর দিয়ে অনলাইন নিউজউইক বলেছে, ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে পুতিনকে বুধবার ওই বিশেষণে অভিহিত করেন বাইডেন। এর জবাবে রাশিয়ার প্রেস সেক্রেটারি দমিত্রি পেসকোভ বলেন, বাইডেনের এ মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, যাদের বোমার আঘাতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন বিশ্বজুড়ে, তেমন একটি রাষ্ট্রের প্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও অমার্জনীয়। উল্লেখ্য, বিশ্বের অনেক নেতাই যুদ্ধ শুরু করার জন্য পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করলেও, এতদিন যুক্তরাষ্ট্র তেমন মন্তব্য করা থেকে বিরত ছিল। বেসামরিক লোকজনকে টার্গেট করার জন্য পুতিনের সমালোচনা হচ্ছে সারাবিশ্বে।
বিশেষ করে গত সপ্তাহে মারিউপোলে একটি মাতৃমঙ্গল ও শিশু বিষয়ক হাসপাতালে বোমা হামলার পর তার বিরুদ্ধে সমালোচনা, ক্ষোভ তীব্র হয়েছে। এই হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এ মাসের শুরুর দিকে জো বাইডেন বলেছিলেন- এটা পরিষ্কার যে, রাশিয়ার সেনারা ইউক্রেনের বেসামরিক লোকজনকে টার্গেট করছে। তবে যুদ্ধাপরাধ হচ্ছে কিনা তা বলার মতো সময় আসেনি এখনও। ওদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, মাতৃমঙ্গল বিষয়ক ওই হাসপাতালে হামলা তদন্ত করে দেখা হবে যে, যুদ্ধাপরাধ হয়েছে কিনা। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এর আগে বলেছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে। কারণ, তারা হাসপাতালে হামলা করেছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে পড়েছে। এ সময়ে পশ্চিমা বেশির ভাগ দেশ থেকেই সমালোচনার মুখে পড়েছে তারা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এর নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়েছে। বুধবার কাউন্সিল অব ইউরোপ সিদ্ধান্ত নিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন থেকে তারা রাশিয়াকে বহিষ্কার করবে। জবাবে রাশিয়া বলেছে, তারা যেকোনোভাবেই ওই কাউন্সিল ত্যাগ করতো। ওদিকে যুদ্ধাপরাধের অভিযোগে বেশ কিছু আন্তর্জাতিক তদন্তের মুখে রয়েছে রাশিয়া। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |