আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩১
বিডি দিনকাল ডেস্ক:চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল নিতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় বিপ্লব প্রধান (৪০) নামের ওই যুবককে আটক করে পুলিশ। তিনি মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী।
ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন বিপ্লব প্রধান (৪০)। এ সময় জাতীয় সেবা নাম্বারে (৯৯৯) ফোন দিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেন।
গতকাল শুক্রবার (২০ মে ২০২২ ইং ) দুপুরে মতলব পৌরসভাধীন উত্তর দিঘলদী গ্রামের শমসের আলী প্রধানীয়া বাড়ি থেকে সেই বিচারপতি পরিচয় দেওয়া বিপ্লব প্রধানকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
জানা যায়, দাউদকান্দি পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হয় যে, একজন বিচারপতি মতলবে যাচ্ছেন। পুলিশ বিপ্লব প্রধানকে প্রটোকল দিয়ে তার বাড়ি পৌঁছে দেয়।
এ সময় তার বাড়িঘরের জরাজীর্ণ পরিবেশ দেখে পুলিশের সন্দেহ হয়। খোঁজখবর নিয়ে দেখেন তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। পরে তাকে প্রাইভেটকারসহ আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
পরে এ নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া বিচারপতি হিসেবে পরিচয় দেয়ার কথা স্বীকার করেন। এরপর সেখান থেকে বিপ্লবকে আটক করে থানায় নেয় পুলিশ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও মামলা হয়নি। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে বিপ্লব প্রধান স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এদিকে একটি সূত্র জানায়, আটককৃত বিপ্লবের বিরুদ্ধে চাঁদপুরের দি চাঁদপুর মাল্টিপারপাসের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় এক বছরের কারাদন্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |