আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ-ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অভ্যন্তরিন কোন্দল থাকায় বিএনপি’র বিবাদমান দুটি গ্রæপের রোববার একই দিনে পাল্টপাল্টি অনুষ্ঠানের ঘোষনা দেয়ায় উভয় পক্ষের মধ্যে দেখা দেয় টান টান উত্তেজনা। এদিকে আইনশৃঙ্খলা বিঘœ ঘটার আশংকায় রোববার শহরে পুলিশি নজর দারী জোরদার করেছে স্থানীয় থানা পুলিশ। সেই সাথে থানা কর্তা উভয় পক্ষের সাথে কথা বলে একই দিনে অনুষ্ঠান করা থেকে বিরত থাকার পরামর্শ দিলে উভয় পক্ষই পরবর্তীতে স্ব-স্ব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে তাদের কর্মসূচি স্থাগিত করেছেন। স¤প্রতি কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র কমিটি ভেঙ্গে দিয়ে জেলা বিএনপি সাবেক উপজেলা বিএনপি’র সেক্রেটারী আবদুর রাজ্জাককে আহŸায়ক করে ৪১ সদস্য কমিটি গঠন করে ফেসবুকে স্ট্যাটাস দিলে কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র মধ্যে দু’টি গ্রæপে বিভক্ত হয়ে পড়ে। এক গ্রæপের নেতৃত্বে আসেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম অপর গ্রæপের সদ্য আহŸায়ক আবদুর রাজ্জাক। আহŸায়ক কমিটি ফেসবুকে প্রচার হওয়ার পর গত ১১ মার্চ আহŸয়ক কমিটি’র ৪জন যুগ্নসম্পাদকসহ ১৫জন পদ ত্যাগ করেন পক্ষ পাতিত্বের অভিযোগ এনে। বিষয়টি নিয়ে পদত্যাগীরা আহŸায়ক কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় কমিটি করার দাবীতে তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন নেতাদের নিকট আবেদন করেন। অথচ এর কোন প্রতিকার পাননি বলে জানান। এদিকে আহŸয়াক কমিটি পূর্বের উপজেলা অফিস বর্জন করে নতুন করে মেইন বাসষ্ট্যা-ে অফিস উদ্বোধন ও আলোচনা সভার জন্য জেলা নেতৃবৃন্দের আমন্ত্রণ জানান। বিষয়টি জানতে পেরে আহŸায়ক কমিটি নতুন করে জেলা নেতৃবৃন্দের দিয়ে অফিস উদ্বোধন করতে না পারে তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ,কালো পতাকা প্রদর্শন ও বিক্ষভ মিছিলের ডাক দেয় রোববার বিকাল ৩টার সময়। উভয় পক্ষই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুষ্ঠান করার জন্য আবেদন করেন। তারা অনুমতি না পাওয়া উভয়ই অনুষ্ঠান বাতিল করেন। এমনটি জানান দুগ্রæপের নেতৃত্বদান কারীরা। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান- আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি তারা এখন অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন। এছাড়াও শহরে পুলিশ তৎপরতা জোরদার করা হয়েছে। উভয় পক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনের অনুমতি না পাওয়ায় রবিবারের সকল কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তীতে সুবিধামত সময়ে পরবর্তী কর্মসূচীর তারিখ ঘোষনা করা হবে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |