শামীম হোসাইন,রৌমারী প্রতিনিধিঃঃ-গত ০৩ ফেব্রুয়ারী ‘২০২১ খ্রিঃ দিবাগত রাত অনুমান ১২.১৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার চৌকসও দক্ষ পুলিশ অফিসার এস আই আকতারের নেতৃত্বে ৩ জন ফোর্স সহ প্রতি রাতের নাইট ডিউডির চলাকালীন এস আই আকতার হোসেন ,মামুনুর রশিদ ও মোবারকদের সমন্বয়ে ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী নাবিল পরিবহনের ১টি বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী ১/ আসামী শামিম(২১) পিতা রহম আলী সাং করিমপুর থানা সদর জেয়লা দিনাজপুরের শরীর তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ১৫ বোতলও রাত অনুঃ ১২.৪৫ ঘটিকার সময় হানিফ পরিবহনের আর একটি বাস হতে আসামি ২/খায়রুল(৩৯)পিতা ছহির উদ্দিন সাং রাইহাই আটর থানা সদর জেলা দিনাজপুরের শরীর তল্লাশি তল্লাশি করে ৩০ বোতল।এবং রাত অনুঃ ০১.১৫ ঘটিকার সময় নাবিল পরিবহনের অপর একটি বাস হতে আসামি ৩/ তৈয়ব আলী(৩২) পিতা মৃত নাসির উদ্দীন সাং রড় দাঁত থানা আটোয়ারি জেলা পঞ্চগড় এর সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৩০ ফেন্সিডিল সহ তিন আসামিদের কে পর্যায়ক্রমে আটক করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান যে, উদ্ধার কৃর্ত মোট ৭৫ বোতল ফেন্সিডিলের মূল্য অনুঃ ৫০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রুজু করা হয়েছে।