আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৫
চট্টগ্রাম: পুলিশের এসআই পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের মনোগ্রাম, ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষরযুক্ত ভুয়া আইডিকার্ড ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মো. জসীম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি পেশাদার প্রতারক বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পাহাড়তলী থানা পুলিশ জানায়, রোববার বিকেলে নগরের সরাইপাড়ার হাজী আব্দুল গণি সড়কের ‘নিউ কালু শাহ জুয়েলার্সে’ যান জসীম উদ্দিন। সেখান থেকে একটি স্বর্ণের চেইন ও একটি আংটি কেনেন। স্বর্ণালঙ্কারগুলোর দাম আসে ৫০ হাজার ৬২৭ টাকা। ২০ হাজার ৫০০ টাকা তিনি নগদ পরিশোধ করেন। বাকি ৩০ হাজার টাকার একটি চেক দেন। দোকানি চেক নিতে অস্বীকৃতি জানালে জসীম নিজেকে পাহাড়তলী থানার এসআই পরিচয় দিয়ে তাকে ধমক দেন। এ সময় জুয়েলার্স মালিক খোকন ধর দোকানে ছিলেন না। জসীমকে স্বর্ণালঙ্কার দিয়ে দেন দোকানে থাকা তার ছেলে সুব্রত। সন্ধ্যার পর খোকন ধর দোকানে এসে বিষয়টি জানতে পেরে পাহাড়তলী থানায় ফোন করেন। পাহাড়তলী থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, তাদের থানায় জসীম উদ্দিন নামে কোনো এসআই নেই। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, জুয়েলারি মালিক খোকন ধরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশের মনোগ্রাম, ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষরযুক্ত ভুয়া আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের পোশাক পরা তার একাধিক ছবিও মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ৩ ডিসেম্বর পটিয়া পৌরসভা এলাকার একটি স্বর্ণের দোকান থেকে একই উপায়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন জসীম।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |