আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০৪
কামরুল হাসান বাবলু :- আসন্ন ৫ঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি ) নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা বেড়েই চলছে ।যতই প্রচার প্রচারণা চলুক না কেন সর্বত্রই সন্দেহ একটা নির্বাচন সুস্থ হবে তো ? প্রথম ধাপ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যে কয়টা নির্বাচন হয়েছে তাতে সহিংসতা ছিলই ।বিশেষ করে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী ও আওয়ামীলীগ থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই সহিংসতা ও খুনা খুনি উল্ল্যেখ যোগ্য ।
এরই ধারবাহিকতায় চাঁদপুর ফরিদগঞ্জের ৬নং পশ্চিম গুপ্তি ইউনিয়নে কি ধরণের নিবাচন হবে আগামী নতুন বছরের শুরুতে ৫ জানুয়ারি বুধবার। এমনটা নিয়ে জনগণের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে ।ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে পুরাতন ও নতুন মিলিয়ে মোট প্রায় ৩৬ জন পুরুষ মেম্বার এর সাথে মহিলা সংরক্ষিত আসনে ৭জন এবং মোট ৪ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ।বয়সে সবাই ৫০ পার হন নাই ।পুরোনো নির্বাচনী কোনো চেয়ারম্যান এই প্রতিদ্বন্দ্বিতায় নাই । সংরক্ষিত মহিলা আসনেও লড়ছেন কয়েকজন।
এদিকে পরিষদের সচিব অন্তু দে এর কাছে জানতে চাইলে তিনি বলেছেন ,নির্বাচনী পাচারের শুরু থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ।সার্বিক পরিস্থিতি তুলনামূলক অনেক ভালো ।পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলে বেশ পরিশ্রমও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ।সুষ্ঠ একটা নির্বাচন হউক অন্যান্যদের সাথে আমিও তাই আসা করি ।এই এলাকার মানুষ খুবেই শান্তি প্রিয় ।
অন্যদিকে বিভিন্ন সূত্র থেকে ও সরোজমিনে ঘুরে প্রাথমিক ভাবে জানা যায়,আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো :রফিকুল ইসলাম এবং আওয়ামীলীগের থেকে সদ্য বহিস্কৃত বুল্বুল আহম্মেদের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে ।অভিযোগ রয়েছে আনারস মার্কার প্রাথী বুলবুলের সমর্থকদের নানাভাবে হয়রানি ,হুমকি দিয়ে তার অনেক পোস্টের ছিড়ে ফেলে দিয়েছ নৌকার সমর্থকরা ।তবে এখন পর্যন্ত নৌকার প্রার্থীর কাছ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়ায় নাই ।
চরমোনাই হুজুরের ‘হাত পাখা’ মার্কার প্রার্থী রানা পাটোয়ারী ও স্বতন্ত্র ‘মোটর সাইকেল’ মার্কার প্রার্থী বিশিষ্ট্য সংগঠক ও সমাজসেবক এবং এলাকার সুপরিচিত ব্যক্তি মো:আব্বাস উদ্দিন গাজীর পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায় নাই ।তারা তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে ।জয়ের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করে নাই ।তারা সকলে চাইছে অন্তত এই ইউনিয়নে যেন একটি সুষ্ঠ ,নিরেপেক্ষ নির্বাচন হউক ।আমার ভোট আমি দিবো-জেক খুশি তাকে দিবো ।এলাকার ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে এমনটা সকলে আসা করছেন ।
এদিকে ৯টি ওয়ার্ডে পূরণ বেশিরভাগ মেম্বাররা এবং নতুন অনেকেই এবার মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এবার পুরো ইউনিয়নে প্রায় ২০ হাজার নারী পুরুষ ভোটার ভোট দিবেন ।
১নংওয়ার্ডে-পুরোনো মেম্বার শফিকুর রহমানের সাথে লড়ছেন আরো ৫ জন ।এই ওয়ার্ডে মোট প্রার্থী ৬ জন ।অন্যান্য প্রার্থীরা হলেন মো:শরীফ ,জিলং পাটোয়ারী ,হান্নান মিজি,রাজ্জাক মিজি ও জাহাঙ্গীর মিজি ।কেন্দ্র সাইসাঙ্গা-ভোটার ১৭৬৪ জন ।
২নং ওয়ার্ডে- পুরোনো মেম্বার প্রার্থী মোস্তফা কামাল এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না ।এই আসনে লড়ছেন গত নির্বাচনের সর্বোচ্চ দ্বিতীয় ভোট ধারী ব্যবসায়ী মহসিন ভূঁইয়া , ইউনিণয়ন যুব লীগের সিনিয়র সহ-সভাপতি মানিক হাজ্জী,মো:হানিফ ,মো:সিরাজ ও মাসুমসহ ৫ জন ।মোট ভোটার ২,২০০ জন ,অস্থায়ী কেন্দ্র মৃনাল সাহার বাড়ি।
৩নং-ওয়ার্ডে -পুরোনো মেম্বার জসিম উদ্দিন আখন্দ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন হারুনুর রশিদ ও বাচ্চু চৌধুরী । কেন্দ্র সোলদানা মডেল স্কুল,ভোটার সংখ্যা মোট ১,৫০০ জন ।
৪ নং-ওয়ার্ডে -কাদের পাটোয়ারীর সাথে লড়ছেন হাজি ইউসুফ মজুমদার,কেন্দ্র-১৮২ নং হামছাপুর প্রাথমিক বিদ্যালয়,মোট ভোটার সংখ্যা ১৪৭০ জন ।
৫ নংওয়ার্ডের -চলমান মেম্বার মো :শাহআলম কিরন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল আলম তফদার ও মো:আসাদুজ্জামান ।এই ওয়ার্ডে ১৪২২ জন ভোটার ভোট দিবেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ।
৬ নং- ওয়ার্ডে -এবার পুরোনো মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শরীফ গাজী নির্বাচন করছেন না ।এই ওয়ার্ডে লড়ছেন আহসান উল্লাহ দরজি,রোমান আলী ,ওয়াসিম আকরাম ও মো:হোসেন ।কেন্দ্র- হুগলি প্রাথমিক স্কুল ,মোট ভোটার সংখ্যা ১৮৪০ জন ।
৭নং ওয়ার্ড -চলমান মেম্বার নূর হোসেন পাঠানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহন হোসেন মানিক,ইকবাল হোসেন টিটু ,হাফেজ নজরুল ইসলাম।এই ওয়ার্ডে আদসাহ প্রাথমিক বিদ্যালয়ে ২১৫০ জন ভোটার ভোট দিবেন ।
৮ নং ওয়ার্ডে- চলমান মেম্বার মো :আবুল বাসার মিয়াজী পতিদ্বন্দিতা করছেন না ।এই ওয়ার্ডে অন্যান্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির হোসেন পাটোয়ারী ,বাচ্চু শেখ ,বিজয় পাটোয়ারী ,ফজলুল হক ও রিপন ভূঁইয়া সহ মোট ৫ জন ।কেন্দ্র মান্দাত্মলি ,ভোটার সংখ্যা ১৬০০ এর উপরে ।
৯নং ওয়ার্ডে -চলমান মেম্বার প্রার্থী মাসুদ আলম এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ মিজি ও মোরশেদ আলম।কেন্দ্র লাউতলী-ভোটার সংখ্যা ২৬০৬ জন ।
এছাড়া মহিলা সংরক্ষিত আসনে লড়ছেন আরো কয়েকজন মহিলা ।যার মধ্যে ১,২,৩ সংরক্ষিত আসনের বর্তমান মেম্বর পূর্ণিমা রানী দাস এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১নং ওয়ার্ড থেকে মরিয়ম ,নাছিমা ও ৩ নং ওয়ার্ড থেকে ফাতেমা এবং রোকেয়া । ৪,৫,৬ নং সংরক্ষিত আসনের ৩বারের মেম্বার নুরজাহান বেগম এর সাথে লড়ছেন ৫নং ওয়ার্ডের সুফিয়া কৈতরী এবং ৪নং ওয়ার্ড থেকে আলেয়া ।৭,৮,৯ নং সংরক্ষিত আসন থেকে চলমান মেম্বার আছিয়া বেগম এর সাথে লড়ছেন ঝর্ণা নাম একজন মহিলা ।মোট ৭ জন সংরক্ষিত মহিলা আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
এই প্রতিবেদন লেখা অবস্থায় প্রার্থীরা ভোট পাওয়ার আসায় যার যার অবস্থান থেকে বিরামহীন পাচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ।
নতুন মেম্বার প্রার্থীরা বলেছেন পুরো সদস্যরা জনগনেরাস আকাঙ্খা পূরণ করতে পারে নাই ।জনগণের ভোট জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন ।আর পুরোনো অর্থাৎ চলমান সদস্যরা বলেছেন এলাকার উন্নয়নের জন্য এবং সাধারণ গরিব দুঃখী মানুষের জন্য কি করেছি,আর কি করতে পারি নাই তার মূল্যায়ন করেই আবারো আমাদেরকে নির্বাচিত করবেন ।চলমান——
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |