ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় তারা দুদেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দুপুর ১:৩৬ মিনিটে সচিবালয় থেকে বের হয়ে যান পিটার হাস। তবে বৈঠকের পরে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ। উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। নতুন সরকারের নতুন ভিশন নিয়ে কাজ করবে দু’দেশ। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো যাতে এ দেশে বিনিয়োগে করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, সাইবার সিকিউরিটি নিয়েও কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত।
এক প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক জানান, নির্বাচন প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |