আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৭
কামরুল হাসান বাবলু : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে বিএনপি। এই র্যালিতে স্বতঃস্পুর্ত ভাবে নানা সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা ।
বরাবরের মতো এবার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল বহর নিয়ে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালিতে অংশগ্রহণ করেন মহানগর দক্ষিণের জনতার মেয়র ও বিএনপির দক্ষিণের প্রথম সদস্য ইঞ্জি:ইসরাক হোসাইন ।
ঢাকার নটরডেম কলেজ গেইটে দুপুর ১ঃ০০ মিনিটে স্বদলবলে সেখানে উপস্থিত হতে থাকেন কর্মী সমর্থকরা । নির্ধারিত সময়ের আগেই ওই এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় ।বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেষ্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হন । এরই মধ্যে উপস্থিত হলেন সকলের প্রিয় নেতা জনতার মেয়র ইসরাক ।তাৎক্ষণিক ইসরাককে ঘিরে শুরু হয়ে যায় নানা স্লোগান ।র্যালিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি হাতে ‘শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে কর্মী-সমর্থকদের নিয়ে বিএনপির কার্যালয়ের দিকে রওনা দেন ইজি:ইসরাক হোসাইন ।অনেক সময় তিনি নিজেই স্লোগান ধরেন । মহান স্বাধীনতার পতাকা জনতার মেয়রের হাতে শোভা পায়।
এদিকে জনতার মেয়রের বর্ণাঢ্য মিছিলটি নটরডেম থেকে নয়াপল্টনে পৌঁছতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে ।এই সময় রাস্তা দুধারে সাধারণ জনতা নানা ভাবে জনতার মেয়রের মিছিলটিকে নানাভাবে সমর্থন জানায় ।নয়াপল্টনে পৌঁছলে উপস্থিত অন্নান্ন নেতাকর্মীরা জনতার মেয়রের মিছিলকে স্বাগত জানায় ।এরপর বিকেল ৩:৩০ মিনিটে মিছিলপূর্বক মহাসচিবের শুভেচ্ছা বক্তব্যের পর পরেই মহাসচিব মির্জা আলমগীরের নেতৃত্বে র্যালি শুরু হলে জনতার মেয়রের মিছিলটি চলতে থাকে জাতীয় প্রেসক্লাবের দিকে ।
কেন্দ্রীয় কর্মসূচির প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচির বাড়তি একটা শক্তির মূল উৎস হলো দক্ষিণের জনতার মেয়র সকলের প্রিয় ইঞ্জি:ইসরাক হোসাইন ।ইসরাক অনুপস্থিত থাকলে কোনো অনুষ্ঠানই যেন পূর্ণতা পায় না যা দিবালোকের মতো পরিষ্কার ।ইঞ্জিনিয়ার ইসরাক মানেই তৃনমুলের নেতাকর্মীদের প্রাণের স্পন্ধন ।
উল্লেখ্য র্যালির সম্মুখভাগ যখন নাইটেঙ্গল মোড়ে তখন মিছিলের শেষ ভাগ ছিলো ফকিরাপুল মোড় পর্যন্ত। র্যালি শুরুর আগে পুরো নয়া পল্টন সড়ক ব্যাপক মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
মহানগর বিএনপি উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন।
র্যালিতে বিএনপি মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবদিন ফারুক, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, আবদুস সালাম আজাদ মীর সরফত আলী সপু সহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
র্যালি উপলক্ষে নয়া পল্টনসহ শান্তিনগর পর্যন্ত ব্যাপক পুলিশ ও সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার লোকজনকে মোতায়েন করা হয়। শোভাযাত্রার অগ্রভাবে পুলিশ ও ডিবির সদস্যরা ছিলো।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |