আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৫
অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এক শহরের বাসিন্দারা অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর অঞ্চলের একটি ছোট শহর লাজামানুর বাসিন্দারা দেখলেন প্রবল বৃষ্টি ও ঝড়ের সময় আকাশ থেকে মাছ পড়ছে। সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্রু জনসন জাপানাংকা এবিসি নিউজকে বলেছেন-”আমরা এর আগেও বড় ঝড় দেখেছি। প্রথমে আমরা ভেবেছিলাম ঝড়ের পর শুধু বৃষ্টি হচ্ছে। কিন্তু যখন বৃষ্টি শুরু হয় তখন আমরা আকাশ থেকে মাছও পড়তে দেখেছি। জাপানাংকা বলেছিলেন যে মাছগুলি আকাশ থেকে পড়ার সাথে সাথে বেঁচে ছিল এবং শহরের শিশুরা সেগুলি সংগ্রহ করতে বাড়ি থেকে বয়াম নিয়ে ছুটে আসে। যদিও তিনি অনেকবার অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করেছেন তবুও জাপানাংকার মতে ”এটি প্রভুর আশীর্বাদ। ‘আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা ঘটতে পারে শক্তিশালী কোনো ঝড়ের কারণে, যেমন টর্নেডো, যা নদী থেকে পানি ও মাছ শুষে নেয়। বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার আগে ঝড়ের সাথে সাথে সেগুলি অনেক কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়। অতীতেও এই শহরের বুকে একই উদ্ভট ঘটনা ঘটেছে।
২০১০ সালে লাজামানুতে একই ঘটনা ঘটেছিল। এর আগে ২০০৪ এবং ১৯৭৪ সালে মাছ বৃষ্টির কথা জানান বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পেনি ম্যাকডোনাল্ড এবিসি নিউজকে বলেন –”আমি লাজামানুতে থাকাকালীন ১৯৮০ এর দশকের মাঝামাঝি আকাশ থেকে মাছ বৃষ্টি দেখেছি। আমি তখন স্কুলে কাজ করছিলাম এবং বাড়ির বাইরের রাস্তাগুলি তখন ছোট ছোট মাছে ঢাকা পড়ে গেছিলো ”। কুইন্সল্যান্ড মিউজিয়ামের ইচথিওলজিস্ট জেফ জনসন বলেন, লাজামানুতে যে মাছগুলো পড়েছিল সেগুলো অস্ট্রেলিয়ার সবচেয়ে সাধারণ মিঠা পানির মাছ স্প্যাংল্ড পার্চ বা স্প্যাংল্ড গ্রন্টার নামে পরিচিত। উত্তর টেরিটরির জাদুঘর এবং আর্ট গ্যালারির কিউরেটর মাইকেল হ্যামার দাবি করেছেন -”মাছের বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়, যতক্ষণ না তারা খুব উঁচুতে উঠে হিমায়িত হয়ে যাচ্ছে। এটা নির্ভর করে স্থানীয় আবহাওয়ার ওপর।”
সূত্র : এনডিটিভি
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |