আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
ঢাকা : সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে প্রবাসী আমানুল্লাহকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (০৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪-এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল। এর আগে শুক্রবার রাত ১২টার দিকে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোস্তাফিজুর রহমান, বারেক সিকদকার ও নাসির। তাদের গ্রামের বাড়ি বরিশাল। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।
র্যাব জানায়, ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আমিনবাজার শাখার ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার সময় আমিনবাজার এলাকার তুরাগ সেতুর কাছে ছিনতাইকারীর কবলে পড়েন আমানুল্লাহ।
এ সময় তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। সেই সঙ্গে প্রবাসী আমানুল্লাহ গুলিবিদ্ধ হন। এ ব্যাপারে মামলা করা হলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পিস্তলসহ ১২ রাউন্ড গুলি ও ছুরি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা ডাকাত দলের সদস্য। তারা ব্যবসায়ীদের টার্গেট করেন।
র্যাব-৪-এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ডাকাতি ও ছিনতাইয়ের সময় নির্দিষ্ট মোবাইল ও সিম ব্যবহার করে ছিনতাইকারীরা। প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ জন অংশ নেন তারা। লুট করা টাকা ৫০ হাজার টাকা করে ভাগ করে নেন। তাদের কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |