মোঃআলম হোসেন:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিবকে নিয়ে গর্বিত মধ্যেপ্রাচ্যে সহ প্রবাসী বিএনপির নেতাকর্মীরা।জিয়া পরিবারের আস্থাভাজন হিসেবে দেশে বিদেশে নেতাকর্মীদের মাঝেও গ্রহণযোগ্যতা রয়েছে ।মধ্যেপ্রাচ্যে বিএনপিকে সুসংগঠিত করতে চষে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে।সংগঠিত করছেন মধ্যপ্রাচ্যে বিএনপি। ইউরোপ আমেরিকা সহ বহির্বিশ্ব নেতাকর্মীদের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ যোগাযোগ।দেশে বিদেশে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আপাদমস্তক রাজনীতিবিদ আহমেদ আলী মুকিব মধ্যেপ্রাচ্যের পাশাপাশি জয় করে ফেলেছেন বহির্বিশ্ব নেতাকর্মীদের মনও। তিনি তপ্ত মরুর বুকে চাষাবাদ করছেন সবুজ ধানের শীষ উড়াচ্ছেন জাতীয়তাবাদী আদর্শের পতাকা। সাংগঠনিক কাজে চষে বেড়াচ্ছেন মধ্যপ্রাচ্যে থেকে ইউরোপে।পাড়ি দিচ্ছেন হাজার মাইল। অংশ নিচ্ছেন হাসিনাবিরোধী বিক্ষোভে কিংবা দলীয় কর্মসূচিতে। যখনই দেশে দলের কোন নেতাকর্মী হত্যা-গুমের শিকার হন সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে দেন মধ্যপ্রাচ্য-ইউরোপে। সামনে থেকে দেন নেতৃত্ব। ইতিমধ্যে সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও ইউরোপে গড়ে তুলেছেন বিএনপির শক্ত ভিত। প্রবাসের ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে জনমত গড়তেও রাখছেন জোরালো ভূমিকা।প্রবাসে জাতীয়তাবাদী দল বিএনপি’র এক প্রাণ শক্তির নাম আহমেদ আলী মুকিব । যার অক্লান্ত প্রচেষ্টায় সৌদি আরবসহ সমগ্র বিশ্বে তিলে তিলে সংগঠিত হচ্ছে বিএনপি। উদার চিত্তে নিজের তহবিল খরচ করে প্রিয় সংগঠনের জন্য ছুটছেন এক দেশ থেকে অন্য দেশে। যে কারণে পৃথিবীর দূর্গম মেরুতেও আজ ধ্বনিত হচ্ছে বিএনপির প্রতিধ্বনি। অথচ পরিতাপের বিষয় কতিপয় ব্যক্তি অজ্ঞতা বশত তার বিরুদ্ধে অহেতুক অপপ্রচার চালাচ্ছে। কিন্তু অবোধ নিন্দুকদের বুঝা উচিত আহমেদ আলী মুকিব একদিনেই সৃষ্টি হয়নি। তাদের বুঝা উচিত মুকিবদের ধ্বংস করা সহজ হলেও তৈরী করাটা অতটা সহজ নয়।কিন্তু মনে রাখা উচিত, বড় দল হিসেবে বিএনপিতে অভ্যান্তরীণ মতবিরোধ থাকতেই পাড়ে। সকল যোগ্যদের সব সময় সমান ভাবে মুল্যায়ন করা যায় না। সময়ের প্রয়োজনে বৃহত্তর স্বার্থের জন্য মতপার্থক্য ভুলে নিতে হয় ঐক্যবদ্ধ প্রস্তুতি। প্রবাসী হিসেবে খুব কাছ থেকে দেখছি আহমেদ আলী মুকিব সৎ বিনয়ী ও দলের এক নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত।
#কে সেই মুকিব:
বিএনপির নিবেদতি প্রাণ এই বিএনপি নেতার বাড়ি হবিগঞ্জের হাওরবেষ্টিত আজমিরীগঞ্জের উপজেলার শিবপাশা গ্রামে। পিতা আলহাজ হাফেজ আবদুশ শহীদও ছিলেন জাতীয়তাবাদী আদর্শের অনুসারী। আশির দশকেই আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হন আহমদ আলী মুকিব। নব্বই দশকের গোড়ার দিকে সৌদি আরব পাড়ি দেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জড়িয়ে পড়েন সৌদি আরব শাখা বিএনপির রাজনীতিতে। ‘৯৮ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের জন্য তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের ত্রাণ তহবিল সংগ্রহে ব্যাপক ভূমিকা রাখেন। ফলে ৯৮ সালে সৌদি আরব শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই নিরলসভাবে কাজ করে যান দলের জন্য। ওয়ান-ইলেভেনের দুঃসময়ে তাকে প্রবাসে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন। ২০০৯ সালে পান পদোন্নতি। নির্বাচিত হন সৌদি আরব শাখা বিএনপির সভাপতি। মধ্যপ্রাচ্য ও ইউরোপ বিএনপির শাখা শক্তিশালী ভিত গঠনে মনোনিবেশ করেন।
#বিএনপির বৈদেশিক কূটনীতিতে আহমদ আলী মুকিবের সাফল্য#__
বিগত ২০১৪ ও ২০১৮ সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে প্রবাসে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গুম-খুন, মামলা-হামলাসহ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে সোচ্চার আন্দোলন গড়ে তুলে তুলেন ইউরোপ-মধ্যপ্রাচ্যে। বর্তমান ভোটারবিহীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেন।বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে আইডিসি সিডিআইর সদস্য পদ লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে বিএনপির কূটনৈতিক সম্পর্ক তৈরিতে নেপথ্যে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিএনপির নয়নের মনি, জাতীয়তাবাদী দলের প্রাণ আহমদ আলী মুকিব একদিকে যেমন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বিএনপির শক্ত সাংগঠনিক ঘাটি গড়ে তুলেছেন, শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন ছড়িয়ে দিয়েছেন, তেমনি তিনি ইউরোপ সহ সর্বত্র বিএনপির বৈদেশিক কূটনীতি ও রাজনীতিতেও সাফল্য ছড়িয়ে দিতে নিরলস প্রয়াসী হচ্ছেন। ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। সফর কালে ইউরোপের দেশে দেশে আহমদ আলী মুকিব বিএনপি সহ সর্বস্তরের জনগণের ভালোবাসায় যেভাবে সিক্ত হয়েছেন, তাতেই তার আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সাফল্যের উজ্জ্বল প্রমাণ বহন করে। ইউরোপ সফরের সময় তিনি যেমন বিএনপিকে আরো সাংগঠণিকভাবে উজ্জীবিত করেছেন, একই ভাবে ইউরোপীয় ইউনিয়ন কমিশন ও পার্লামেন্টের এমপি, সদস্য, বিভিন্ন সেক্রেটারি ও নেতৃত্বের সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় তিনি বিএনপির বৈদেশিক নীতি ও তারেক রহমানের আধুনিক রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি ইত্যাদি দর্শন তুলে ধরেছেন। আহমদ আলী মুকিবের অসামান্য রাজনৈতিক ক্যারিশম্যাটিক সাংগঠনিক দক্ষতা ও কর্মকান্ড দেখে বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে বিএনপির হাজারো নেতা কর্মী মধ্যপ্রাচ্য বিএনপির নয়নের মনি আহমদ আলী মুকিবের সাফল্য কামনা করেন।
#বহিবিশ্বে সরকার বিরোধী জনমত গঠনে বলিষ্ট ভূমিকা
অবৈধ, ভোটারবিহীন এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিদেশে জনমত গঠনে বলিষ্ট ভূমিকা রেখেছেন দুঃশাসন মানবতাবিরোধী অপরাধ মানবাধিকার লংঘনসহ বিভিম্ন বিষয়ে বহির্বিশ্বে জনমত গঠনেনিরলস পরিশ্রম করেছেন।জনমত গঠনে ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশে।
#মধ্যে প্রাচ্যে বিএনপির দৃশ্য পাল্টে দিলেন—- প্রবাসী বিএনপির কান্ডারী আহমদ আলী মুকিব
একদিকে যেমন সৌদি আরব বিএনপির শক্ত সাংগঠনিক ঘাঁটি গড়ে তুলেছেন, শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন ছড়িয়ে দিয়েছেন, মেরুর বুকে ধানের শীষের বীজ রোপন করেছেন, তেমনি তিনি মধ্যে প্রাচ্য প্রতিটি দেশে সর্বত্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপি কে শক্তিশালী করার সাফল্য ছড়িয়ে দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, মধ্য- প্রাচ্য বিভিন্ন দেশে বিএনপি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতৃবৃন্দ কে একত্রিত করে, সুন্দর ভাবে মধ্য- প্রাচ্য কমিটি গুলো শক্তিশালী নেতৃত্বের হাতে প্রেরণ করছেন।
#লেখক মোঃআলম হোসেন
#সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
#বেলজিয়াম বিএনপি