আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪২
বিডি দিনকাল ডেস্ক :- প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাকে। ছাড়পত্র পেলেও এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকে চিকিৎসার নিতে হবে রিজভীকে। চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, এখন ওনার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে, যাতে সামান্য শ্বাসকষ্ট হলে অক্সিজেন সাপোর্ট দেয়া যায়। তার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম।
রিজভী আহমেদের পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
গত ১৬ই মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী।এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর রোবাবার দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |