আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৭
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: শনিবার ১৯ ডিসেম্বর বিকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শোভাযাত্রা শুরু হয়ে নড়াইল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষি করে পুরাতন টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, যুবনেতা শাহনেওয়াজ তরু প্রমূখ। এ শোভাযাত্রা, মিছিল ও সমাবেশে নড়াইল পৌর এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, নড়াইল পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়তে প্রয়াত মেয়র জাহাঙ্গির বিশ্বাস কাজ করতে করতে মারা গেছেন। আমরা চাই তার স্ত্রী হুরজাহান বেগম নড়াইল পৌরসভার মেয়র হোক এবং প্রয়াত মেয়র জাহাঙ্গির বিশ্বাসের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করুক। তাই মাননীয় প্রধাননমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নড়াইল পৌরবাসীর দাবী প্রয়াত মেয়র জাহাঙ্গির বিশ্বাসের স্ত্রী হুরজাহান বেগমকে নড়াইল পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়ার।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |