আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৭
কামরুল হাসান বাবলু: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬ নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের ঐতিহ্যবাহী খাজুরিয়া হাই স্কুলের একজন প্রবীণ শিক্ষক মো:সুলতান ওরপে হাফেজ স্যার গত শুক্রবার ১৫ জুন ২০২২ইং ঢাকার একটি হাসপাতালে মারা যান ।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।
তিনি তার দুই স্ত্রী ও ৩ছেলে ও এক মেয়ে সহ নিকট আত্মীয়স্বজন সহ অসংক্ষ গুণগ্রাহী এবং তার হাতে শিক্ষা নেয়া হাজার হাজার ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন ।এই শিক্ষক হুগলি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ।অত্তান্ত নম্র ,ভদ্র,মিশুক ও সমাজ সেবক হিসেবে বেশ পরিচিতি ছিল এই শিক্ষকের ।
এদিকে মরহুম হাফেজ আহম্মেদ স্যার খাজুরিয়া হাইস্কুলে শিক্ষকতায় যোগদান করেন ১৯৮০ দশকের দিকে ।একটানা প্রায় ৪০ বৎসর তিনি শিক্ষকতা করেন । গত প্রায় ৬/৭ বছর আগে তিনি স্বেচ্ছায় অবসরে যান ।শিক্ষাদানের ছিল ব্যাপক অভিজ্ঞতা । ছাত্র ছাত্রীদের কাছে ছিল সত্যিকারের একজন প্রিয় মানুষ । বাবা তার ছেলে মেয়েদেরকে যে ভাবে আগলে রাখে ,বড় ভাই যখন তার ছোট ভাই-বোনদেরকে আগলে রাখে যে ভাবে সেই রকমেই ছিলেন তিনি ।
তার হাতে শিক্ষা নিয়ে অনেকেই সমাজের প্রতিষ্ঠিত হয়েছেন ।তার মৃত্যুতে এলাকায় যেমন শোকের ছায়া নেমে আসে তেমনি তার ছাত্র ছাত্রীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে । তার মৃত্যুর খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে।
গতকাল শনিবার ১৬ জুলাই নিজ বাড়ির আঙিনায় তার নামাজের জানাজা সম্পুর্ন্ন হয় ।পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় ।তার জানাজায় এলাকার গন্যমান্য ব্যক্তি সহ ,অসংক্ষ শুভাকাঙ্খী ও তার দীর্ঘদিনের কর্মস্থালের শিক্ষক বৃন্দ এবং ছাত্ররা হাজির হন ।অনেকেই প্রিয় স্যার কে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন ।এই সময় এক ঋদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় ।
“হে প্রিয় স্যার রেখে আসলাম মাটির ঘরে -ভালো থাকো ওপারে-ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দিও সকলকে ।এই কথা গুলো বলে বেড়াচ্ছেন তার প্রিয় ছাত্র-ছাত্রীরা” ।
এদিকে আরেকজন সহকর্মী শিক্ষক আমিন স্যার বলেছেন ,মৃত্যুর আগের দিন আমিন স্যার ও প্রিয় একজন সাবেক ছাত্র খোরশেদ আলম মানিককে খুঁজেছেন ,কিন্তু কেন,কি বলতে চেয়ে ছিলেন তিনি ?এই কথা গুলো আমিন স্যার তাদের ছাত্র খোরশেদ আলম মানিককে বলেছেন ।তারা দুজনে হাফেজ স্যার এর বার বার এই চাওয়াটা মনে করছেন । তারা স্যার এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।স্যার যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকেন , কাউকে কষ্ট দিয়ে থাকেন তা হলে সকলে নিঃশর্ত ভাবে স্যারকে ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এই প্রতিবেদকের মাধ্যমে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |