আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৫
এফ.এ.মানিকঃ পবিত্র ঈদকে সামনে রেখে, ফরিদগঞ্জ পৌর এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রায় শতাধিক ব্যক্তির হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন এ.কে পাটোয়ারী ফাউন্ডেশন ফরিদগঞ্জ। ১৬ ই এপ্রিল রবিবার বিকেলে প্রস্তাবিত এ.কে পাটোয়ারী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নাজমুন নাহার অনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েল পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এখন থেকে এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ফরিদগঞ্জ পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারকে সাহায্য সহযোগিতা করবো,সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নাজমুন নাহার অনি বলেন,এ.কে পাটোয়ারী ফাউন্ডেশন ফরিদগঞ্জ পৌর এলাকার অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে,আমরা সব সময় চেষ্টা করবো অসহায় ও হতদরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে পাশে থাকার জন্য। সংগঠনের সদস্য রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মমিন, এফ.এ.মানিক,সাখাওয়াত হোসেন মিন্টু,শরীফ মৃধা,মোঃ আরিফ,মোঃ আফসার,মোঃ সজীব প্রমুখ। আলোচনা শেষে পৌর এলাকার শতাধিক ব্যক্তির হাতে ঈদবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |