আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০৩
ফরিদগঞ্জ ব্যুরোঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বর্ণমালা কিন্ডারগার্টেন থেকে অংশগ্রহণ করা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও সম্মানি উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বর্ণমালা কিন্ডারগার্টেনে’র সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও উপস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির।
এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সন্তানকে স্কুলে পাঠানোতেই অভিভাবকের দায়িত্ব যেন শেষ না হয়। আপনার সন্তান কি করতে চাইছে, কি করছে তা সার্বক্ষণিক লক্ষ্য রাখুন। একজন শিশু সবচেয়ে বড় শিক্ষা পায় পরিবার থেকে, মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা শিশু সামনে সবসময় ইতিবাচক আচরণ করতে হবে। শিশুকে নৈতিকতা চর্চার মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক গাজী মমিন। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মামুন হোসাইন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় ২৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে৷
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |