আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪২
মামুন হোসাইনঃ ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন প্রজ্জ্বলন’র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মকবুল স্মৃতি সংসদের আয়োজনে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রজ্জ্বলন’র সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। তিনি বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো। আমি এদের শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ যাবতীয় প্রয়োজনে পাশে থাকবো। আমি চাই এই শিশুরা সুশিক্ষিত হোক। পদমর্যাদার অধিকারী হোক। ফরিদগঞ্জের প্রতি স্বাভাবিকভাবেই আমার দায়বদ্ধতা কাজ করে। আমি আমার দেশী-বিদেশী বন্ধুদের কাছে প্রজ্জ্বলনকে তুলে ধরবো। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সহ-সভাপতি এ.কে.এম. সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ প্রেসক্লাবের সংবাদকর্মীদের একাংশ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |