আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
এম, এ কাশেম : ফেনী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা’র সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নের্তৃত্বে এএসআই- হান্নান আল মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৫ মার্চ) সাড়ে ৭টার দিকে ফেনী সদর মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে একটি অবৈধ পণ্যবাহী কাভার্ডভ্যান আটক করা হয় ।
আটককৃত কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ কার্টুন, যাতে থাকা ৮৫৬৮ লিটার সরকারি অনুমোদন বিহীন এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বোতলজাত করা সোয়াবিন তৈল জব্দ করা হয়।
জব্দকৃত সোয়াাবিন তৈল, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়ে পুলিশ।
গাড়িতে থাকা ২জনকে আটক ও করা হয়েছে। আটককৃত ২জন হলেন-মোঃ শাহজাহান (৪১), পিতা- মৃত হাসি মিয়া, গ্রাম: দৌলতপুর, থানা- ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম, মোঃ ইসমাইল (৩২), পিতা: হাজী নুর আহম্মদ, গ্রাম: কদার বিল, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
তাদের হেফাজতে থাকা উক্ত ৮৫৬৮ লিটার অবৈধ সোয়াবিন তৈল জব্দ করা হয়। জব্দকৃত সোয়াবিন তৈলের বাজার মূল্য প্রায় ষোল লক্ষ চুয়ান্ন হাজার বিশ টাকা বলে ও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
এ ছাড়া-অবৈধ সোয়াবিন তৈল সহ উক্ত ২জন কে বহন করা কাভার্ড ভ্যান (রেজিঃ নং : চট্ট-মেট্রো ট ১১-৯৫৩০ ও জব্দ করা হয়। এ বিষয়ে ফেনী সদর মডেল একটি থানায় মামলা রুজু করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |