আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১০
নজরুল ইসলাম মানিক,আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমি দখলে নিতে একটি পক্ষ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার সকাল সারে ৯টার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচট উষাপোল্ট্রি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় এম এ মতিন ও রহিম খানের মধ্যে দ্বন্ধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করছিল। এসময় মুখোশ পরিহিত বেশ কয়েকজন শ্রমিকদের মারধর করে এবং ৫রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। মুখোশধারীরা এসময় বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনায় প্রাণ ভয়ে শ্রমিকরা পালিয়ে যায়। হঠাৎ গুলির শব্দ শুনে তারা ভয়ে কেউ বাহিরে বের হননি। বাইরে বেশ কয়েকটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।
জমির মালিক আব্দুর রহিম খান জানান, বিগত ২০০২ সালে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ৫ একর জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে তিনি ভোগ দখল করছিলেন। ওই জমি তার নামে বিএস রেকর্ডভোক্ত হয় এবং তিনি খাজনা খারিজও করিয়েছেন।
কিন্তু ওই জমি তাদের দেখিয়ে এমএ মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন প্রতারনা করে এ বছর বিদেশী একটি কোম্পানীর কাছে ভাড়ায় চুক্তি করেছেন।
বিদেশী ওই কোম্পানীর লোকজন তাদের ভাড়াকৃত জমিতে ভুল তথ্য দিয়ে আনসার অনুমোদন করান। আনসার সদস্যরা গত ২৩ মে রহিম খানের ক্রয়কৃত জমির কেয়ার টেকার ও লোকজনকে সড়ে যেতে চাঁপ প্রয়োগ করলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক ও ঢাকা জেলা কমান্ডেন্টের কার্যালয়ে তার জমির কাগজপত্র উপস্থাপন করেন এবং আনসার প্রত্যাহারের আবেদন করেন। এসময় এমএ মতিন আনসার মহাপরিচারকের কাছে জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি বিধায় সেখান থেকে আনসার সদস্য প্রত্যাহার করেন বলে দাবী করেন তিনি।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত জমিতে পাহাড়ারত কেয়ার টেকার ও লোকজনের ওপর হামলা চালায়। এসময় মতিন বাহিনী তার লোকজনকে লক্ষ করে ৫ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ করেন তিনি। গুলির খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র্যাব ৪ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুলিয়া থানার এসআই ফরহাদ ইবনে করিম বলেন, মধ্য গাজিরচট এলাকার একটি বাউন্ডারীর মধ্যে কনেস্ট্রাকশনের কাজ করছিল শ্রমিকরা। এসময় অজ্ঞাতনামা লোকজন এসে গুলি করে শ্রমিকদের তারিয়ে দেয়। ঘটনাটির তদন্ত চলছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ থাকে, এই এম এ মতিনের বিরুদ্ধে গাজিরচট এলাকায় সন্ত্রাসী লালন পালন করে বিভিন্ন সাধারণ মানুষের জমি দখল, মুক্তিযোদ্ধার সন্তানের হত্যাসহ অবৈধ কর্মকান্ডের অভিযোগ, মামলা রয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |