আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি: ফেসবুকে এই সময়ের আলোচিত খবর হচ্ছে টম ইমাম ও মিষ্টি ইমামের বিয়েবার্ষিকীর ছবি। বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে এই যুগলের বিয়েবার্ষিকীর কিছু ছবি ভাইরাল হয়। এরপর তুমুল আলোচনায় আসেন তারা।
মূলত স্বামীর বয়স স্ত্রীর থেকে অনেক বেশি হওয়ায় তাদের নিয়ে সমালোচনা করছেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে এবার এই সমালোচনার জবাব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম।
২৫ ডিসেম্বর শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধও করেছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে টম ইমাম বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে অনেকেই ভাইরাল করেছেন। খারাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?’
এর আগেও এক আমেরিকানকে বিয়ে করেছিলেন তিনি। প্রায় ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালে মারা যান সেই স্ত্রী। প্রথম বিয়ের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি বলে জানিয়েছেন।
এদিকে ২০১৯ সালে টম ইমাম এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি আমার স্ত্রীকে এবং সেও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসার কোনো বয়স নেই। দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি, তেমনি আপনিও আমাদের শ্রদ্ধা করুন।’
টম ইমাম সম্পর্কে আরও জানা গেছে, তিনি ও তার স্ত্রী মিষ্টি ইমাম দুজনই বাংলাদেশি নাগরিক। টম বাংলাদেশেই শিক্ষাজীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এ ছাড়া টম ইমাম এইচএসসি পাস করেন পটুয়াখালী জুবেলী হাইস্কুল থেকে। ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |