আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৬
এম, এ কাশেম : আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বগুড়ার শিবগঞ্জে আ’লীগ নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা শহিদুল ইসলাম (৫০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কিচক বন্দরে আন্তঃজেলা ট্র্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠক চলাকালে শহিদুল ইসলাম কে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি বগুড়া ‘শহীদ জিয়াউর রহমান’ মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যু বরণ করেন।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন বলে সাংবাদিকদের কাছ থেকে জানা গেছে।
নিহত শহিদুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পালিহার কেকারপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি বিএনপি’র কিচক বন্দর কমিটির সভাপতি ও আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কিচক বন্দর শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
নিহত শহিদুল ইসলামের চাচাতো ভাই বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাছেদ ও অন্যরা দাবি করেন, সংগঠনের পদ নিয়ে শহিদুলের সঙ্গে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কিচক ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইয়াকুব আলীর সঙ্গে বিরোধ চলে আসছিলো।
অভিযোগ রয়েছে-তারা উভয়ে শহিদুল ইসলাম কে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে আসছিলো বেশ কয়েক দিন আগে থেকে। এ নিয়ে তাদের সাথে শহিদুল ইসলামের দ্বন্দ ও চলে আসছিলো।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিচক বন্দরে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের পদ-পদবি বিষয়ক এক জরুরী সভার আহবান করা হয়েছিলো।
সভা চলাকালিন এ সময় শহিদুল ইসলামের সাথে মতানৈক্য দেখা দিলে আ’লীগ নেতা আবু সাঈদ অতি দ্রæততার সাথে তার (শহিদুল) পেটে ছুরিকাঘাত করে বসেন।
রক্তাক্ত অবস্থায় শহিদুল কে সেখান থেকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করালে রাত ১০টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আ’লীগ নেতা কর্তৃক চুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু ঘটনায় কিচক বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিযন্ত্রনে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস সাংবাদিকদের জানান, নিহত শ্রমিক নেতা শহিদুল বিএনপি ও অভিযুক্ত আবু সাঈদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে, হত্যাকান্ডটি তাদের শ্রমিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে এবং দ্বন্ধের জেরে ঘটেছে বলে ও জাানন্ দেন্ ওসি।
ওসি আর ও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এমন দাবি করেছেন ওসি।
তবে, এ রিপোর্ট লেখার পূর্ব মুহুত্ব পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |