আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৬
মামুন হোসাইনঃ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের সামনে প্রতিদিন ভুতুড়ে বিল/অতিরিক্ত বিল নিয়ে গ্রাহকদের ভীড় দেখা যায়।জানা যায় এপ্রিল, মে,জুন তিন মাসে গ্রাহকের অতিরিক্ত বিলে দিশেহারা পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা, মিটারের এক রকম ইউনিট,বিদ্যুৎ বিলে আরেক রকম ইউনিট। ৫০০ টাকার বিল ১৫০০টাকা,১ হাজার টাকার বিল আসে ৩ হাজার টাকা। ইউনিট উঠিই নেওয়ার ২০ দিন পরে বিলের কাগজ হাতে পেয়ে মিটার সাথে মিলালে মিলছে না, এবং বিদ্যুৎ বিল জমা দেওয়ার শেষ তারিখের আগের দিন হাতে পৌঁছে বিদ্যুৎ বিলের কাগজ। সে দিক দিয়ে গ্রাহকদের ঘুনতে হচ্ছে জরিমানা এমন অভিযোগ প্রতিনিয়ত উঠছে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ এর অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে। অফিস সুত্রে জানা যায়, বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসলে অভিযোগ দিলে তা পরিবর্তন করা হয়। কেন এত ভুতুড়ে বিল তা জানা যায়নি,কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছুই বলে না। ভুতুড়ে বিলের ব্যাপারে কিছু না বলে কর্মকর্তারা বয়স্ক রিডার কর্মচারিদের উপর দ্বায় দিয়ে বলেন বয়স্কেদের চোখে একটু সমস্যার কারনে ৬০০ এর স্হলে ৭০০ লিখে তখন ১০০ ইউনিট বাড়তি হয়ে যায়। কর্মকর্তাদের এমন উত্তরে গ্রাহকরা বলেন তাদের ভুল হলে বেশি লিখে আনে কেন? কম লিখে আনতে পারে না?
বিল প্রস্তুত কারক মঞ্জু রাণী মজুমদার জানান গ্রাহকদের অভিযোগ সত্যতা মিললে তা সাথে সাথে পরিবর্তন করে দেওয়া হচ্ছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ -২ এর জেনারেল ম্যানেজার কামাল হোসেন জানান ২,১ জন বয়স্ক রিডার এর চোখের একটু সমস্যা কারণে ডিজিট দেখতে ভুল হয়,যেমন ৬ কে ৫ লিখে বা ৭ লিখে ৬০০ স্হানে ৭০০ লিখলে তখন ১০০ ইউনিট বেশি চলে আসে।
উল্লেখ্য ভূতুড়ে বিদ্যুৎ বিল,লোডশেডিং সহ নানা অভিযোগে চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে। রোববার (৩০ জুন) দুপুরে চাঁদপুর ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন এই কর্মসূচী পালন করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |