আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
বিডি দিনকাল ডেস্ক :-বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি, এডভোকেট খন্দকার শামসুল আলম দুদু, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও দক্ষিণ বাংলা যুব কল্যান সমিতির সভাপতি আ স ম মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন বরিশাল বিভাগ সমিতির সদস্য ও মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি শেখ মোঃ আলমগীর (৫৫) গত ২১ নভেম্বর ২০২০ ভোররাতে ঢাকা বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে অইন্নাইলাহি রাজিউন। শেখ মোঃ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতিদাতারা বলেন, মরহুম শেখ মোঃ আলমগীর ছিল নিবেদিত পরোউপরকারী নির্লোভ নিরহংকার মানবদরদী। তিনি অসহায় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ঢাকা সাভারে মুক্তিযোদ্ধা পল্লী প্রতিষ্ঠার লক্ষে কাজ করেছিলেন। আলমগীর ছিলেন বরিশাল বিভাগের কৃতি সন্তান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেডভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ মো্ ঃই্উনুছের বড় ছেলে। তার মৃত্যুতে বরিশাল বিভাগবাসীর যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বিবৃতিদাতারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুম শেখ মোঃ আলমগীরকে গতকাল বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে টঙ্গি কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও ছেলে রেখে গেছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |