আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৮
ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের সাথে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের একাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে ২৭ দেশের ইউরোপীয় ওই জোটের (ইইউ) রাষ্ট্রদূত নিজেই এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং পররাষ্ট্রনীতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ওদিকে, গত ১২ মার্চ রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। আর, ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশের প্রতিনিধিদের মধ্যে সেখানে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও উপস্থিত ছিলেন।
ওই বৈঠক শেষে বিএনপি নেতারা সাংবাদিকদেরকে জানান যে, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। এরপর ইইউ’র তরফে জানানো হয়, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে তারা বিএনপি’র অংশগ্রহণ চান। ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, “আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিএনপিকে বলেছি ইইউ এর হাই রিপ্রেজেনটেটিভ জানিয়েছে বাংলাদেশ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর, এটা তখনই হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক, নিশ্চিত হবে বিএনপির অংশগ্রহণ। আর বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যা সবারই জানা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় দলটি।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |