আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১১
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী পলিসি ফোরামের উদ্যোগে “বাংলাদেশের গণতন্ত্র এবং শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান” শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার তারিখঃ- ২৮শে সেপ্টেম্বর ২০২১। রোজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায়। প্রধান অতিথিঃ- বাবু গয়েস্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। বিশেষ অতিথিঃ- শামসুজ্জামান দুদু সহ সভাপতি, বিএনপি নির্বাহী কমিটি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যুগ্ম মহাসচিব বিএনপি, নির্বাহী কমিটি। ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, নির্বাহী কমিটি। এ কে এম ওয়াহিদুজ্জামান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটি। জেড খান মোহাম্মদ রিয়াজ উদ্দিন নসু গবেষনা বিষয়ক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটি। মূল প্রবন্ধঃ অধ্যাপক শিবলী আব্দুল্লাহ গবেষক, চালর্স স্টুয়ার্ড বিশ্ববিদ্যালয়। বক্তব্য রাখবেনঃ ডক্টর নার্গিস বানু পরিবেশ বিজ্ঞানী। প্রফেসর মোঃ- শাহ আলম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাসাস কেন্দ্রীয় কমিটি । মোঃ দেলওয়ার হোসেন প্রধান উপদেষ্টাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী পলিসি ফোরাম এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। স্থানীয় নেতৃবৃন্দঃ মনিরুল হক জর্জ আহ্ববায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। মোহাম্মদ রাশেদুল হক সদস্য সচিব, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। মোবারক হোসেন যুগ্ম আহ্ববায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। ইয়াসির আরাফাত সবুজ যুগ্ম আহ্ববায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। এএনএম মাসুম সভাপতি স্বেচ্ছাসেবকদল ও যুগ্ম আহ্ববায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। আমনন্ত্রিত অতিথি হিসাবে আর ও বক্তব্য রাখবেন অস্ট্রেলিয়ান সরকার ও বিরোধী দলীয় এমপি। সভাপতিত্ব করবেনঃ-মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী পলিসি ফোরাম।সিনিয়র যুগ্ম আহ্ববায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। পরিচালনায়ঃ কুদরত উল্লাহ লিটন, যুগ্ম আহ্ববায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি, অস্ট্রেলিয়া বিএনপি। Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87663524560?pwd=ckJBNkw4OVRvL1NrVjQyZ0w2RzJhQT09 Meeting ID: 876 6352 4560 Passcode: 042412 কোর আন তেলোয়াত ও দোয়া পরিচালনা করবেন ডক্টর ফকির মনিরুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী পলিসি ফোরাম।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |