আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৪
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিবিসির প্রতিবেদনে এমনটিই প্রকাশ করা হয়েছে।
জানা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশে যাতে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারাবিশ্ব তাকিয়ে আছে। যে নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।
বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সূচনা বক্তেব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ’বাংলাদেশের পরবর্তী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য আমরা তো অবশ্যই, সারাবিশ্ব তাকিয়ে আছে।’
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে এ অঞ্চল এবং সারাবিশ্বের জন্য একটি জোরালো উদাহরণ তৈরি করতে পারে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে যুক্তরাষ্ট্রে যান আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এমন একসময়ে এ কথা বললেন, যখন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর জোরালো আগ্রহ তৈরি হয়েছে।
নির্বাচন নিয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠকে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আগামী নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় সে তাগিদ দেয়া হয়েছে বার বার।
এদিকে সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার ইস্যুতেও সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসের নানা তৎপরতা নিয়ে খোলাখুলিভাবে সমালোচনা করেছেন বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা।
জানা যায়, সোমবার বাংলাদেশের সংসদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের আগে সংসদে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে-পাল্টাতে পারে। তারা গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটি সরকার আনতে চাচ্ছে, যাতে গণতান্ত্রিক কোনো অস্তিত্ব থাকবে না।’
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সোমবার বৈঠকের আগে ব্লিঙ্কেন বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরো জোরদার করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সেখানে তার বক্তব্য বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, ’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমি বলেছি, অবশ্যই, এটা আমাদেরও উদ্দেশ্য। আমরাও একটা মডেল নির্বাচন চাই। এ ব্যাপারে আপনারাও সাহায্য করেন, যাতে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারি।‘
দেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন দেখতে চায় বলে এর আগেও একাধিকবার বিভিন্ন পশ্চিমা দেশের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে। সূত্র : বিবিসি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |