আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৮
বিডি দিনকাল ডেস্ক:- ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ডের শান্তিপূর্ণ কর্মীসভায় ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান বিপ্লব, সদস্য সচিব শামিম মৃধা, যুগ্ম আহবায়ক আলিম সায়েম এবং সোহাগকে পিটিয়ে গুরুতর আহত করা সহ পাঁচটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন ভাংচুর করার ঘটনাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসনে এখন মানুষের জীবনের ন্যুনতম নিরাপত্তাটুকও নেই। চারিদিকে হামলা, মামলা, গুম, খুন, অপহরণ ও গ্রেফতারী আতঙ্কে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ দেশবাসী সর্বদা আতঙ্কিত। বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দুঃশাসনের ভয়াবহতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, আহত করা হচ্ছে। বর্তমান আওয়ামী সরকার নিজেদের অবৈধ সিংহাসন জোর করে দীর্ঘমেয়াদে ধরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় সন্ত্রাসীদের ওপর নির্ভর করেছে। সরকারের আশকারা ও পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা সারাদেশে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ডের শান্তিপূর্ণ কর্মীসভায় ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা সেটিরই নিরবচ্ছিন্ন অংশ।
নেতৃদ্বয় অবিলম্বে ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ডের শান্তিপূর্ণ কর্মীসভায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। নেতৃদ্বয় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |