আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৫
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এই লকডাউনের মধ্যেও থেমে নেই বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ¯িøপ দিয়ে ঢাকা ইপিজেডের নতুন ও পুরাতন জোনের চাঁদাবাজি। প্রকাশ্যে দিনে দুপুরে এ চাঁদাবাজি চললেও সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা বেপজার নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের চোখে পড়ে না।
সোমবার বেলা সারে ১১টার দিকে ডিইপিজেডের নতুন জোনে গিয়ে চাঁদাবাজির এ দৃশ্য চোখে পড়ে।
সেখানে উপস্থিত বিভিন্ন পরিবহনের চালকদের সাথে কথা বলে জানা যায়, নতুন এবং পুরাতন ইপিজেডের বিভিন্ন কারখানার মালামাল নিতে কিংবা মালামাল ডেলিভারি দিতে তিন শতাধিক গাড়ী আসে এখানে। গাড়ি পার্কিং করার সাথে সাথে দুইজন লোক এসে একটি ¯িøপ ধরিয়ে দেন এবং ৩০ টাকা দিতে বলেন। কেন টাকা দিতে হবে জানতে চাইলে তারা জানান, নাইট গার্ড, পাহাড়াদার ও শ্রমিক কল্যাণের নামে টাকা নিয়ে থাকে। টাকা না দিলেই নতুন ইপিজেডের ফুটওভার ব্রীজের নীচেই তাদের অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করে। গাড়ি বের করতে দেয় না। আটকিয়ে রাখে। পরে বেশী টাকা দিয়ে সেকান থেকে আসতে হয়। এখানে প্রতিদিন দেড়/দুই শতাধিক গাড়ী আসে।
তারা আরো জানান, শুধু নতুন ইপিজেডেই নয়, পুরাতন ইপিজেডেও একই ¯িøপ দিয়ে একই কায়দায় চাদা উঠিয়ে থাকে।
নতুন ইপিজেডে একটি কারখানা থেকে মালামাল নিতে আসা কাভার্ডভ্যান চালক রাশেদ জানান, তিনি টঙ্গী থেকে এসছেন। গাড়ি ছিনতাই ও চুরি হওয়ার ভয়ে ইপিজেডের প্রধান ফটকের সামে রাস্তার উভয় পাশেই গাড়ি রাখা হয়। কিন্তু গাড়ী পার্কি করার সাথে সাথে দুইজন এসে একটি ¯িøপ ধরিয়ে দিয়ে ত্রিশ টাকা দিতে বলে। তিনি আজ প্রথম এসেছেন। তাই কোন কিছু জানতে না চেয়ে ত্রিশ টাকা বের করে দিয়েছেন। যে ¯িøপটি দিয়েছে সেখানে ঢাকার তেঁজগাও এর ঠিকানা দেয়া রয়েছে।
সবুজ নামের আরেক কাভার্ডভ্যান চালক জানান, তিনি এখানে মালামাল একটি কারখানায় ডেলিভারি দিতে গাজীপুর থেকে এসেছেন। কিন্তু গাড়ী ঢুকানোর সাথে সাথে বই দুইজন একটি ¯িøপ হাতে ধরিয়ে দিয়ে ৩০ টাকা চান। কেন টাকা দিতে হবে জানাতে চাইলে নাইট গার্ড, পাহাড়াদার ও শ্রমিক কল্যাণের ফান্ডে দিতে হবে।
তিনি জানান, এই জোনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভোক্ত। জানামতে এখানে কোন চাঁদাবাজ থাকার কথা নয়। কিন্তু এখানে প্রকাশ্যে ¯িøপ দিয়ে টাকা নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিইপিজেডের নুতন জোনের সামনে মহাসড়কের পাশে ফুটওভার ব্রীজের নীচেই বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের গণকবাড়ি শাখা অফিস। এই শাখার সভাপতির দায়িত্বে রয়েছে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাদেক ভুইয়া এবং সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন ফরহাদ হোসেন নামের এক ব্যক্তি। তাদের নির্দেশে চাঁদা আদায় করে থাকে রেজাউল করিম, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, মকবুল হোসেন, মাসুদ, সুজন মিয়া, বাবুল হোসেন ও লেংড়া শফিসহ ১০/১২ জনের একটি দল।
চাঁদা আদায়কালে রেজাউল করিমের কাছে এ প্রতিবেদক গাড়ীর চালকদের কাছ থেকে ¯িøভ দিয়ে কিসের টাকা তুলছেন এমন প্রশ্ন করলে সে জানায়, তার কাছে টাকা পাবে সেগুলো নিচ্ছেন এবং বার বার এই প্রতিবেদককে তাদের অফিসে যেতে বলেন। কেন অফিসে যাব এমন প্রশ্নের জবাবে জানান, অফিসে আসেন, কথা বলি। এসব বলতে বলতে চলে যায় চাঁদাবাজ রেজাউল এবং তার সাথে থাকা আরেক চাঁদাবাজ।
তবে মোঠোফোনে সে জানান, তারা লাইনের নেতাদের নির্দেশে চাঁদা আদায় অব্যাহত রেখেছেন। প্রতিগাড়ি থেকে তারা ৩০ টাকা চাঁদা তোলেন। এর মধ্যে যারা আদায় করেন তাদেরকে ১০ টাকা করে দিয়ে বাকি টাকা প্রশাসন ও নেতাদের মধ্যে ভাগ হয়।
এব্যাপারে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন গণকবাড়ি শাখার সভাপতি ও ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু সাদেক ভুইয়া জানান, ‘‘আমি অনেক আগেই বলেছি, এখানে কোন চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি করলে আমি এখানে থাকবো না। তবে সেক্রেটারির নির্দেশে চাঁদা উঠায়।
সাংবাদিকরা এসেছেন এমন খবরে ঘটনাস্থলে আসেন বেপজার গোয়েন্দা কমান্ডার হাবীবুর রহমান। তিনি ঘটনাস্থলে এসেই প্রথমে উপস্থিত সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। তবে সাংবাদিকদের জেরার মূখে একপর্যায়ে শিথিল হয়ে জানান, এরআগেও আমরা এখান থেকে চাঁদাবাজ ধরে মামলা দিয়ে দিয়েছি।
এব্যাপারে বেপজার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুস সোবহান জানান,‘‘বিষয়টি যদি আপনাদের নজরে আসে জানাবেন প্লিজ। আমি সাথে সাথে সিকিউরিটি পাঠিয়ে ব্যবস্থা নিব।’’
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |