আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১২
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের খেলা চলাকালে মাঠে ঢুকে পড়া যুবক রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, রাসেল রাজধানীর আদাবরের বাসিন্দা। তিনি মোস্তাফিজুর রহমানের বড় ফ্যান। কুমিল্লা শহরে তার বাড়ি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে শনিবার (২০ নভেম্বর) বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ চলাকালে হঠাৎ পূর্ব দিকের গ্যালারি থেকে কাঁটাতারের ফেন্সিং (বেড়া) বেয়ে মাঠে ঢুকে পড়েন রাসেল। তাকে সামলাতে মুহূর্তে বিসিবির নিরাপত্তারক্ষীরাও চলে আসেন। কিন্তু ততক্ষণে নাছোড়বান্দা সেই যুবক মোস্তাফিজের সামনে গিয়ে লুটিয়ে পড়েন। এরপর রাসেলকে স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা থানায় নিয়ে যান। ঘটনার পর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ওই যুবক টিকিট কেটেই স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন। তিনি তার জায়গায় খেলা দেখছিলেন। কিন্তু খেলা চলাকালীন হঠাৎ করে এ ঘটনাটি ঘটিয়েছেন। পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভার যখন শেষ হয়, পরের ওভারটি করার জন্য বোলিং মার্কের কাছাকাছি যাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান, তখনই ঘটনাটি ঘটে। এরপর মোস্তাফিজকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। শেষ পর্যন্ত সেই অতি উৎসাহী ভক্তের কারণে দল থেকে ছিটকে পড়েন বাংলাদেশের এই পেসার। তার পরিবর্তে দলে ডাকা হয় ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বিকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |