আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৩
বিডি দিনকাল ডেস্ক :- দেশের বরেণ্য ও জনপ্রিয় গীতিকার এবং বাংলাদেশ বেতার এর পরিচালক ফজল-এ-খোদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ ভোর ৪টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ফজল-এ-খোদার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম ফজল-এ-খোদাকে দেশের একজন গুণী ও বরেণ্য গীতিকার হিসেবে আখ্যায়িত করে বলেন, “তাঁর রচিত অসংখ্য জনপ্রিয় গান আজো মানুষকে আবেগাপ্লুত করে। তাঁর লেখা গান এতই জনপ্রিয় ছিল যে, গানের অনেক কথা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। সাংস্কৃতিক অঙ্গনের বিশাল ভূবনে তিনি ছিলেন একজন কিংবদন্তী। তাঁর মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শুধু গান রচনাই নয়, গানের পাশাপাশি ছড়াকার, শিশু-কিশোরদের মাসিক পত্রিকা ‘শাপলা শালুক’ এর সম্পাদক ও বিশিষ্ট সংগঠক হিসেবেও তিনি এদেশের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। এই গুণী গীতিকার বহু জনপ্রিয় গান রচনা করে দেশের সংগীত জগতকে করেছিলেন সমৃদ্ধ। সংগীতে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় ফজল-এ-খোদা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |