- প্রচ্ছদ
-
- রাজনীতি
- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী কেন্দ্রীয় পরিষদের দুই সদস্যের কমিটি গঠন
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী কেন্দ্রীয় পরিষদের দুই সদস্যের কমিটি গঠন
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী কেন্দ্রীয় পরিষদের দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনকে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি এবং বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে।
আজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গত ১৮ অক্টোবর সংগঠনের নেতারা পেশাজীবী পরিষদের কমিটি গঠনের উদ্দেশ্যে সভা করেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি অংশ নেন।
এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বৈঠকে উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ নেতাদের মতামতের ভিত্তিতে এ কমিটি অনুমোদন দেন।
Please follow and like us:
20 20