আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৫
আরিফুজ্জামান আরিফ, মনফালকনে প্রতিনিধি ইতালি:-বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া ইতালিতে বিজয় দিবস উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ১৭ ডিসেম্বর শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি নুরুল আমিন খন্দকার ও অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান খান সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম ময়না, স্কুলের উপদেষ্টা এইচ এম কবির,সিরাজুল হক ভূঁয়া টেনিস, সমাজ সেবক হামীম হোসাইন। আরো উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন, সহ সভাপতি আবুল হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রী ও অবিভাবকবৃন্দ। হোসাইন ইশতিয়াক এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় তারপর সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশিত হয়। স্বাগত বক্তব্যে স্কুলের সভাপতি নুরুল আমিন খন্দকার স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকলের জন্য দোয়া করেন এবং কোমল সোনামণিদের সামনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের গৌরব গাঁথা ইতিহাস তুলে ধরেন।
এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য অভিভাবক কাঞ্চন মিয়া স্কুল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন প্রবাসে জন্মনেয়া আগামী প্রজন্ম দেশের ইতিহাস ঐতিহ্য জানতে পারবে এবং এদেশে বীরের জাতি হিসেবে পরিচয় দিতে পারবে। অতিথি রা আলোচনায় বলেন বাংলাদেশীদের চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাঁচটি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |